মোঃ ইউনুস আলী
স্টাফ রিপোর্টার
আজ ৩১ ডিসেম্বর ২০২০ ইং প্রায়ই তিন বছর দায়িত্ব পালন শেষে জনাব খান মুহাম্মদ রেজোয়ান (পিপিএম) পুলিশ সুপার, মাগুরা নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জহিরুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে মাগুরা জেলা পুলিশের দায়িত্বভার অর্পন করেন।
জনাব খান মুহাম্মদ রেজোয়ান (পিপিএম) এর বিদায় উপলক্ষে রাজসিক আয়োজন করে মাগুরা জেলা পুলিশ। নবাগত এবং বিদায়ী পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল। বাংলাদেশ পুলিশের চিরায়ত নিয়ম অনুযায়ী বিদায়ী পুলিশ সুপারকে বহনকারী ফুলে ফুলে সুশোভিত গাড়ির সামনে রশি টেনে পুলিশ সুপারের কার্যালয় হতে গেইট পর্যন্ত পৌঁছে দেয় জেলা পুলিশের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কামরুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাগুরা, জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর),জনাব আবির সিদ্দিকী শুভ্র, সিনিঃ সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল)।এসময় আরও উপস্থিত ছিলেন মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীনসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ এবং জেলার অন্যান্য সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সবৃন্দ