নিজস্ব প্রতিবেদক
মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার ২০২১ / Happy New Year 2021। দেখেতে দেখতে চলে গেলে একটি বছর। এলো আবার নতুন আর একটি বছর ২০২১ ! কিন্তু আমরা যদি পুরাতন বছরে সফলতা-ব্যর্থতা নিয়ে একটিু হিসাব করি তাহলে আমরা বুজতে পারবো যে আমাদের গত বছরে সফলতা-ব্যর্থতা কতটুকু। আমাদের উচিত নতুন বছরেকে স্বাগতম জানিয়ে নতুন করে জীবনকে সাজানো।
এ বিষয়ে এক বিবৃতিতে মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম বলেন,
বিগত ২০২০ সালে হয়তোবা আমাদের সফলতা পরিমান কমছিলো, এবং ব্যর্থতা পরিমান অনেক পরিমানে ছিলো যে আমাদের নিজেদের আত্মবিশ্বাস অনেক পরমানে কমে গেছিলো। কিন্তু সাধারণতো একটি বছর কাটে আমাদের আনন্দ-বেদনা, হাসি-কান্না সব মিলিয়েই কাটে আমাদের প্রতিটা বছর। কিন্তু এখন সময় নতুন বছরকে বরণ করে নেয়ার আর র্পূবের বছরে সকল সফলতা-ব্যর্থতা, আনন্দ-বেদনা, হাসি-কান্না থেকে শিক্ষা গ্রহন করে বর্তমান সময়কে নতুন করে সাজানো।