মাগুরা প্রতিনিধি
বাংলাদেশ পুলিশ বাহিনীতে সততা নিষ্ঠা ও সুনামের সাথে দীর্ঘ চাকুরী জীবনের শেষ কর্মস্থল মাগুরা সদর থানা থেকে অবসর (পিআরএল) নিলেন বিশিষ্ট সাংবাদিক মাগুরা রিপোর্টার্স ইউনিটি দপ্তর সম্পাদক মোঃ আলী আশরাফের বাবা পুলিশ সদস্য মোঃ জাফর সাদেক । আজ ১ জানুয়ারী ২০২১ দুপুরে তার চাকরির অবসরকালীন বিদায় অনুষ্ঠান ও সংবর্ধনা প্রদান করেন মাগুরা জেলা পুলিশ ও মাগুরা সদর থানা কর্তৃপক্ষ।
বিদায়ক্ষনে মাগুরা সদর থানা থেকে তাকে ফুলসজ্জিত গাড়িতে তার নিজ বাড়িতে পৌঁছে দেয়ার মাধ্যমে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়।
অবসর কালীন বিদায়ে উক্ত পুলিশ সদস্যকে সদর থানা অফিসার ইনচার্জ মোঃ জয়নাল আবেদীন মন্ডল সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন । এ সময় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর অপারেশন আশরাফুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত এবি এম এস দোহা,ইন্সপেক্টর মাহবুবুর রহমান , এস আই পারভেজ সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
বিদায় অনুষ্ঠানে আমন্ত্রন জানানো হয় তার পরিবারকেও। দেয়া হয় বিশেষ সম্মানী উপহার।জেলা পুলিশ সুপার জহিরুল ইসলাম এর সার্বিক সহযোগীতায় ও অফিসার ইনচার্জ জয়নাল আবেদিনের আয়োজনে বিদায়ী পুলিশ সদস্যের বিদায় অনুষ্ঠান শেষে তার পরিবারসহ ওসি সাহেবের নিজের ফুলসজ্জিত গাড়িতে করে নিজ গ্রামের বাড়ী মহম্মদপুর থানার দীঘা ইউনিয়নের চিত্তবিশ্রাম গ্রামে পৌছে দেয়া হয়। যেটা বিদায় অনুষ্ঠান রীতিতে নতুনমাত্রা যোগ করে।
বিদায়ী পুলিশের সম্মানে করা মাগুরা জেলা পুলিশের ক্ষনিকের এ আয়োজন বিদায়ী পুলিশ সদস্য ও তার পরিবারসহ উপস্থিত সকলের মাঝে এক আবেগঘন পরিবেশের তৈরী করে।
এ প্রসঙ্গে মাগুরা সদর থানা ইন্সপেক্টর অপারেশন আশরাফুল ইসলাম বলেন, “শুক্রবার বিদায় বেলায় আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে শেষবারের মতো তার বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন সদর থানা অফিসার ইনচার্জ মোঃ জয়নাল আবেদীন মন্ডল।
মূলত মাগুরাতে সর্বপ্রথম সদর থানার ওসি জয়নাল আবেদীন সাহেবের উদ্যোগেই এমন আনুষ্ঠানিক বিদায়ের যাত্রা শুরু হয়।
বিকল্পধারার এই আয়োজনে সাধারণ জনগণ পুলিশ সুপার ও মাগুরা সদর থানার অফিসারগণ কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পুলিশ সদস্য জাফর সাদেকের সন্তান সাংবাদিক আলী আশরাফ বলেন, পুলিশের সন্তান হিসেবে বাবাকে যে সম্মান দেয়া হলো সেজন্য আমি খুবই গর্ববোধ করছি, সেই সাথে আমি মাগুরা পুলিশ সুপার মহোদয়, মাগুরা সদর থানা অফিসার্স ইনচার্জ মোঃ জয়নাল আবেদীন সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এ উদ্যোগটি সকল পুলিশ সদস্যের বিদায়ের সময় অব্যাহত রাখার জন্য অনুরোধ করছি।
বিদায় বেলায় এমন আনুষ্ঠানিকতা ও সম্মান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী পুলিশ সদস্য জাফর সাদেক।তিনি জানান, বিদায় বেলায় পুলিশ পরিবারের পক্ষ থেকে এমন আনুষ্ঠানিক বিদায় সম্মাননা আমাকে অত্যন্ত গর্বিত করেছে। এমন সম্মানজনক বিদায় পেয়ে সদর থানা অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন স্যার কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।