ফারুক আহমেদ
মাগুরায় আসাদুজ্জামান মিলনায়তনে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় মাগুরা পৌরসভায় ২০১৯-২০২০ অর্থ বছরে ভাতাপ্রাপ্ত উপকারভোগীদের জন্য তিন দিন ব্যাপি হেলথ ক্যাম্পের শুভ উদ্বোধন। মাগুরায় ৩ জানুয়ারি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে বেলা ১১ টা ৩০ মিনিটের সময় শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা এই শ্লোগানকে ভিত্তি করে, কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় হেলথ ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়। হেলথ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি সচিব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজী রওশন আক্তার, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জহুরুল ইসলাম, চেয়ারম্যান জেলা পরিষদ পঙ্কজ কুমার কুন্ডু, সিভিল সার্জন ডাঃ প্রদীপ কুমার সাহা, চেয়ারম্যান মাগুরা সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু নাসির বাবলু, সভাপতি জেলা আওয়ামীলীগ বীর মুক্তিযোদ্ধা আফম আব্দুল ফাত্তাহ, এডিসি জুলিয়া সুকায়না, মহিলা অধিদপ্তর উপপরিচালক আব্দুল আওয়াল উপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম। হেলথ ক্যাম্প অনুষ্ঠানের আয়োজন পরিচালনা করে জেলা প্রশাসন, মাগুরা ও মহিলা বিষয়ক অধিদপ্তর, মাগুরা। প্রধান অতিথি কাজী রওশন আক্তার বলেন নারীদের অধিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমতা করেছেন। মাগুরা জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম বলেন প্রতিটা নারীদের মাতৃত্বকালীন সময়ে কমপক্ষে আফ লিটার গোদুগ্ধ পান করতে দিতে হবে। অনুষ্ঠানের শেষে মহিলারদেরকে স্বাস্থ্য বিষয়ক সামগ্রী প্রদান করা হয়।