শেখ সালাউদ্দিন শিমুল
রিপোর্টার
বাংলার অনুসন্ধান
মাগুরা জাহান প্রাইভেট হাসপাতালে। কর্মরত ডাক্তার মাসুদুল হক আজ ০ ৫/০১/২১ মঙ্গলবার আনুমানিক বিকাল তিনটার সময় । । ডাক্তার মাসুদুল হক এর হাতে একটি মহিলাকে গর্ভবতী মা সিজার হন, ডাক্তার মাসুদুল হক, গর্ভবতী মায়ের সিজার কার্য শেষ করার পর জানান । উক্ত গর্ভবতী মা , একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ করেছেন। তবে উক্ত কন্যা সন্তানের পাশাপাশি দুইটা মাথা। এবং তাহার দুইটা হাত দুইটা পা স্বাভাবিকভাবে হয়েছে, কিন্তু তাহার পায়খানা এবং প্রস্রাবের রাস্তা একই স্থানে । জাহান হাসপাতালে কর্মরত ডাক্তার , ডাক্তার মাসুদুল হক মা ও শিশুর সুস্থতার ব্যাপারে তিনি জানিয়েছেন তাঁরা উভয়ে সুস্থ আছেন। এবং তিনি আরো জানান বিশ্বের বিভিন্ন স্থানীয় ধরনের শিশু দেখা যায়। তবে বাংলাদেশ মাগুরা জেলায় এই সর্বপ্রথম এ ধরনের শিশু জন্মগ্রহণ হয়েছে বলে জানান।