নিজস্ব প্রতিবেদক
আজ শনিবার ৯ জানুয়ারী দুপুরে মাগুরা সিদ্দিকীয় মাদরাসা মাঠে ঢাকার মীরপুরস্থ মাগুরা ঐক্য ফোরামের পক্ষ থেকে এই কম্বল বিতরণ করা হয়। ৬ শতাধিক এতিম ও দুস্থ শিশুর মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করেন।
এ সময় সংগঠনের আহ্বায়ক রনজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক তারিকুজ্জামান, মাগুরা পৌর কাউন্সিলর আবু রেজা নান্টু, ডঃ সাজ্জাদ ,ছাত্রলীগ নেতা রাশেদ লস্কর সহ গণমান্য আরও অনেকে উপস্থিত ছিলেন।এতিম ছাত্ররা কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন।