ফারুক আহমেদ, মাগুরা ঃ মাগুরা সদর উপজেলার নোমানী ময়দান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে আসন্ন পৌরসভার নির্বাচন উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। শনিবার ৯ জানুয়ারি সকাল ১০ টার সময় মাগুরা জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী আসন্ন ১৬ জানুয়ারি মাগুরা সদর উপজেলার পৌরসভার নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার জন্য ভোট কেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের বাছাই করেন। আনসার ও ভিডিপি সদস্যদের বাছাইয়ের সময় উপস্থিত ছিলেন মাগুরা সদর আনসার ও ভিডিপির টিভিডিও অফিসার মোঃ টিপু সুলতান গাজী, টি আই ষষ্ঠী রাণী মজুমদার, টি আই মোঃ টিপু বিশ্বাস, আনসার ব্যাটেলিয়ান সদস্য রাজীব বিশ্বাস। জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী বলেন, ১৬ জানুয়ারি পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলা ভাবে অনুষ্ঠানের জন্য এবং সঠিক ভাবে কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি বাহিনীর সদস্য ও সদস্যাদের অতি সর্তকতার সাথে ডিউটির জন্য আদেশ প্রদান করেন। আসন্ন পৌরসভার নির্বাচনে ৩৫ টি ভোট কেন্দ্রে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে।