মোঃ ইউনুস আলী
স্টাফ রিপোর্টার
আজ শনিবার মাগুরায় শান্তিপূর্ণভাবে চলছে পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ১১.৩০ মিনিটে মাগুরা দুধ মল্লিক প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মাগুরা পৌরসভার মেয়র প্রার্থী খুরশিদ হায়দার টুটুল নিজে ভোটটি প্রদান করেন।
ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে ভোট পদ্ধতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
মেয়র প্রার্থী খুরশিদ হায়দার টুটুল বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান একটি স্মার্ট পদ্ধতি। ভোট দিয়ে ভালো লেগেছে। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার ছিল সেটি এর মাধ্যমে পূরণ হচ্ছে। এ পৌরসভায় উন্নয়নের সহযাত্রি হতে স্থানীয় ভোটাররা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে বলে আশা করছি।
মাগুরা পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থি খুরশীদ হায়দার টুটুল, বিএনপি প্রার্থি ইকবাল আখতার খান কাফুর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থি মশিউর রহমান।
প্রথমবারের মতো মাগুরায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হচ্ছে। এ পৌরসভার মোট ৭৬ হাজার ৮৯৩ জন ভোটারের জন্যে মোট ৩৫টি কেন্দ্রে ২০৮টি বুথে ভোট গ্রহণ হচ্ছে। শান্তিপূর্ণভাবে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে ভোটগ্রহণ।সর্বশেষ পরিস্থিতি হল কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি।