ফারুক আহমেদ,
মাগুরা শালিখা উপজেলার শতখালী জুটমিলের বিপরীতে যশোর মাগুরা মহাসড়কের উপর বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। রবিবার ১৭ জানুয়ারী দুপুর ২ টার সময় ঢাকা থেকে আগমনগামী মামুন পরিবহন ও যশোর থেকে আগত ২২ টন লোডের কয়লার ট্রাকের সাথে সরাসরি সংঘর্ষ হয়েছে। মুখোমুখি সংঘর্ষে কয়লার ট্রাক চালক মিলন (৩৫) পিং বুদোই মিয়া, গ্রাম পুলেরহাট, যশোর মারা গেছে। মিলন আলী মাগুরা শালিখার শতখালীর মোঃ কামাল হোসেনের তানিয়া ব্রিকস ইট ভাঁটার যশোর ট ১১৫৫৩৩ ট্রাকটি চালাতেন। ট্রাকের হেলপার সাগর, শতপাড়া মাগুরা তে বাড়ি তার অবস্থা আশংকা জনক। মামুন পরিবহনের চালক শওকত আলী, মনিরামপুর, যশোর তার অবস্থাও আশংকা জনক। মামুন পরিবহনে (ঢাকা মেট্রো ব ১৫৪২) প্যাসেনজার ছিল ২৬ জন, মুখোমুখি সংঘর্ষ হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ ও ফায়ারসার্ভিস বাহিনীর সদস্যরা খুব দ্রুত ট্রাক চালক, হেলপার ও পরিবহনের যাত্রীদেরকে হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে।