ফারুক আহমেদ:
মাগুরায় ডিসি অফিসে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয় । বৃহস্পতিবার ২১ জানুয়ারী দুপুর ১২ টার সময় মাগুরা জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম প্রেস ব্রিফিংয়ে প্রধান আলোচক হিসাবে বক্তৃতা দেন মাগুরা জেলার প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দদের সাথে। মাগুরা উপজেলা ইউএনও মোঃ আবু সুফিয়ান, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও মাগুরা রিপোর্টারস ইউনিটির সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। এ সময় জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম বলেন, মাগুরা জেলার অনেক সমাজসেবকগণ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি দান করে গৃহ নির্মান করে দিয়েছেন। তার মধ্যে তিনি ইনস্পেটা ফার্মাসিউটিক্যালস কোম্পানির চেয়্যারম্যান ও পরিচালনা পর্ষদের দ্বারা মাগুরাতে অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি তৈরি ও জমি দান করার প্রশংসার বিষয়ে আলোচনা করেন। এরপর জেলা প্রশাসক সাংবাদিকবৃন্দদের সাথে মতবিনিময় আলাপ আলোচনা করেন।