খুলনায় বিভাগীয় কমিশনার শপথপাঠে কাউন্সিলর লিয়াকত হোসেন
ফারুক আহমেদ ঃ খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে নব নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন (এনডিসি)। বুধবার ১০ ফেব্রুয়ারি সকাল ১০.৩০ টায় মাগুরা পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল সহ সকল কাউন্সিলরদের নিয়ে শপথ গ্রহণ করেন। ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ লিয়াকত হোসেন আলী এ সময় বিভাগীয় কমিশনার কক্ষে শপথ পাঠ করেন। মোঃ লিয়াকত হোসেন ১৬ জানুয়ারী পৌরসভার নির্বাচনে বিপুল ভোট পেয়ে ৩ নং ওয়ার্ডে জয়ী হন। তার নিজ গ্রাম ঘোড়ামারা থেকে বিপুল ভোট পেয়ে থাকেন। এছাড়াও ভিটাশাইর, রায়গ্রাম, সীতারামপুর, মীর পাড়া, নিশ্চিতপুর থেকে জনগণ তাকে বিপুল ভোট দিয়ে বিজয়ী করেন। কাউন্সিলর মোঃ লিয়াকত হোসেন দীর্ঘ ৩০ বছর সৌদি আরব প্রবাসী ছিলেন। তিনি দেশে এসে বিভিন্ন ভালো সমাজ সেবক মূলক কাজ কর্ম করে তার এলাকার মানুষের কাছে অতি প্রিয় আপন ব্যক্তি হয়ে যান। খুলনায় বিভাগীয় কমিশনারের কাছে শপথ পাঠ করার উদ্দেশ্য রওনা হলে তিনি কয়েকশো লোকজন নিয়ে গাড়ি বহরে খুলনার উদ্দেশ্য রওনা হন। কাউন্সিলর মোঃ লিয়াকত হোসেন বলেন আমি সবসময় জনগণের পাশে থেকে তাদেরকে সেবা করতে চায়। সামনের দিন গুলোতে মাগুরা ৩ নং ওয়ার্ডের পরিবেশ সুন্দর করে সাজাতে গোছাতে চাই। আমি সবসময় জনগণের সেবক হয়ে তাদের পাশে থাকার অঙ্গীকারে আবদ্ধ হলাম।