কবিতা,____
আর নতুন করে বসা হয় না হিজলের তলে!
কবিতা,____
তুমি আর আমি একাকার হয়ে কতো বসেছি হিজলের তলে!
দেখেছি কতো সাদা সাদা বক ঝাঁক বেঁধে উড়ে যেতে,
অবুঝ বক পক্ষিরো ছিল সেদিন মানবতা,
নীড় গমন কালে হবো সন্ধ্যায় ঠোঁটে ঝুলন্ত পুঁঠির পোনা।
বাহ___কবিতা,
কি দারুণ দায়িত্বরত!
কবিতা,____
এখনো অবুঝ বক পক্ষির দল আসে,
শুকনো বিলুপ্ত বিলের ধারে!
অবুঝ পক্ষির মাঝে,
এখনো টিকে রয়েছে মানবতা।
ঝাঁক বেঁধে এসে____
কৃষ্ণচূড়ার ডালে বসে,
কিছু ক্ষন কেঁদে কেঁদে আবার ফিরে যায় নীড়ে!
চলে যাবার সময়,
আহত মনে পাখনা নেড়ে বলে যায়_____
হে মানব সম্প্রদায়,
তোমাদের বিবেকে রয়েছে মানবতার কুমতি।
তোমরা ঘাটকে অঘাট করতে বসেছ!
কবিতা,____
কবিতা আর নতুন করে বসা হয় না হিজলের তলে!
ঠিক,___
ঠিক সেদিন থেকে।
কি ধিক্কার দিয়ে গেল____
অবুঝ পক্ষির দল মানব জাতিকে।
ভালো থেক কবিতা___
আবার হয়তো মিলিত হবো,
তুমি আর আমি এ-ই হিজলের তলে!
সেদিন থাকবে অবুঝ পক্ষির দল,
থাকবে বিল ভর্তি মানবতার অথৈ টলমলে জল।