মুহাম্মদ ইউনূস
ঐতিহাসিক ৭ মার্চে মাগুরায় বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।
ঐতিহাসিক ৭ মার্চে মাগুরায় বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। এসময় ১১ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয়ে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান আউটার স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন কাজেরও উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আজকের এ ঐতিহাসিক দিনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত এ সকল স্থাপনা ও বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের মধ্যে দিয়ে আমরা আমাদের জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ, স্বাধীন পতাকা ও স্বাধীন মানচিত্র দিয়ে গেছেন। তিনি তার সারা জীবন ধরে গরীব দুঃখী মেহনতী মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন। তার ৭ মার্চের ভাষণ বাঙালির রক্তে মুক্তির উন্মাদনা জাগিয়েছিলো। ৭ কোটি বাঙালি ঝাপিয়ে পড়েছিলো এক রক্তক্ষয়ী সংগ্রামে। আর তাইতো ৭ মার্চের বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ। বাঙালির স্বাধিকার আদায়ের আন্দোলনে তার যে যে সুমহান ঋণ, তা কোনোদিন শোধ হবার নয়।