মাগুরায় জেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মোহাম্মদ ইউনুস আলী
ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলা কার্যালয়ের আয়োজনে মাগুরা সিদ্দীকিয়া কামিল মাদরাসা মিলনায়তনে সকাল দশটা থেকে জেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামীক ফাউন্ডেশন মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব ডক্টর আশরাফুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জহিরুল ইসলাম পুলিশ সুপার মাগুরা, জনাব আলহাজ্ব মাওলানা এবিএম মাহফুজুর রহমান অধ্যক্ষ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা।
চার উপজেলা থেকে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রশিক্ষণপ্রাপ্ত ৮০ জন ইমাম সাহেবদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সেরা তিনজন ইমাম বাছাই করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম সামাজিক উন্নয়নে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সাহেবদের অগ্রণী ভূমিকা পালনের উপর দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম তার বক্তব্যে ইমাম সাহেবদের উদ্দেশ্যে নিজ নিজ এলাকার জুয়া,বাল্যবিবাহ, নারী নির্যাতন রোধ কল্পে অগ্রণী ভূমিকা পালনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মনিরুজ্জামান তার বক্তব্যে বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে সামাজিক উন্নয়নে ইমাম সাহেবদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা শেষে সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ এবিএম মাহফুজুর রহমানের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।