“”””সৈনিক “””””
সুবর্ণা চৌধুরী
তুমি সৈনিক,
তুমি আছো দেশ জুড়ে ।
তুমি পরের অধীন,
তুমি হাটঁ নিজের চিন্তানা করে।
তুমি অন্যের বাঁধনে বাধা,
এক জাক পাখি ।
তুমি চাইলেই উড়িতে পার,
তবু উড়োনা একাকী।
তুমি যোদ্ধা,
তুমি একজন দেশ রক্ষাকারী।
শপথ নিয়েছো তুমি,
পিছপা হাঁটবেনা কভু,
যতহও বিপদগামী।
শপথে তুমি ভুলে যাও,
ছিলে কারো আপন জন।
তোমার মনে বিরাজমান,
তুমি দেশ রক্ষক একজন।
তুমি মরনেও কর না ভয়,
দেশ রক্ষার্থে মৃত্যু হলেও দ্বিধা নয়।